বিশেষ প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫
সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র কাঠামোর বিরোধিতা করে ১০ দফা দাবি উত্থাপন করেছেন ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। আজ রোববার ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ও বিএনপির নেতা মীর সরফত আলী। তিনি জানান, ঢাকা কলেজের ইতিহাস-ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে আপস করা হবে না। দাবি মানতে সরকারকে চার দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে পদক্ষেপ না নিলে ১৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে। প্রয়োজন হলে সাত কলেজের যৌথ আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রাক্তন ছাত্রদের দাবির মধ্যে রয়েছে—ঢাকা কলেজের জমি ও অবকাঠামো অন্য কোনো প্রতিষ্ঠানের নামে বরাদ্দ না দেওয়া, বেসরকারি বা বাণিজ্যিক ভিত্তিক শিক্ষানীতির বিরোধিতা, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার স্বার্থ সংরক্ষণ, শিক্ষকদের সংখ্যা বৃদ্ধি, সেশনজট নিরসন, মেধাবৃত্তি ও আবাসন সুবিধা বৃদ্ধি এবং অংশীজনের মতামতের ভিত্তিতে টেকসই সিদ্ধান্ত গ্রহণ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক ভিপি মীর নেওয়াজ আলী, হারুনুর রশিদ, জাকির হোসেন, এস এ এইচ এম জাভেদসহ প্রাক্তন ছাত্রনেতারা।
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজসহ সাতটি কলেজকে নিয়ে সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেছে। এসব কলেজ হবে পৃথক একাডেমিক ক্যাম্পাস। তবে কাঠামোটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলছে।