৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলমান অবরোধ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধের পর বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে হেফাজত নেতারা এই সিদ্ধান্ত নেন।
হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী জানিয়েছেন, “হাটহাজারীর ইউএনও, সহকারী পুলিশ সুপার, থানার ওসি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমরা আমাদের যৌক্তিক দাবির বিষয়ে আশ্বাস পেয়েছি। ফলে আমরা স্বতঃস্ফূর্তভাবে অবরোধ তুলে নিয়েছি।”
এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় হেফাজতের এক নেতা মাওলানা সোহেল চৌধুরী নিহত হন।
এ ঘটনায় হেফাজত নেতারা নিহতের মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে পুলিশের কাছে মামলা দায়ের করতে গেলে পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষ ভাষায় এজাহার লিখে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু হেফাজত নেতারা তা প্রত্যাখ্যান করে পরিকল্পিত হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত করার দাবি জানান। পুলিশ এতে সম্মতি না দিলে বিক্ষুব্ধ হয়ে হেফাজত অবরোধের ডাক দেয়।
বুধবার সকাল থেকে হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হলে যোগাযোগ ব্যবস্থায় স্থবিরতা নেমে আসে।
প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হওয়ায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।