বিনোদন ডেস্ক, ১১ অক্টোবর ২০২৫:
গত বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হওয়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দীর্ঘ বিতর্কের পর অবশেষে নিজেই মুখ খুললেন। মা হওয়ার পর নতুনভাবে ক্যারিয়ার নিয়ে ভাবার কথা আগেই বলেছিলেন তিনি। চলতি বছর জানা যায়, সন্দীপ রেড্ডির ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েন দীপিকা, কারণ নির্মাতাদের সঙ্গে শুটিং শিফট নিয়ে মতবিরোধ হয়েছিল। একইভাবে ‘কাল্কি ২৮৯৮’ সিকুয়েল থেকেও নাম কাটা হয় তার।
সম্প্রতি সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ভারতীয় চলচ্চিত্রজগতকে আমরা শিল্প বললেও কখনোই শিল্পের মতো নিয়মমাফিক কাজ হয়নি। তিনি উল্লেখ করেন, পুরুষ তারকারা বহু বছর ধরে দিনে আট ঘণ্টা কাজ করছেন, কিন্তু এর কোনো খবর শিরোনামে আসেনি।
তিনি বলেন, “আমি যদি নারী বলে এই দাবি জেদ মনে হয়, তাহলে তাই হোক। কিন্তু এটা তো গোপন কিছু নয় যে অনেক পুরুষ অভিনেতা সপ্তাহে ছয় দিন, প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করেন।”
দীপিকা আরও বলেন, এই শিল্পটি খুবই বিশৃঙ্খল এবং সময় এসেছে এখানে কিছু নিয়মকানুন, পরিকল্পনা ও শৃঙ্খলা আনার।
‘স্পিরিট’ ও ‘কাল্কি ২৮৯৮’-এর মতো বড় প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পেছনে কারণ হিসেবে তিনি মা হওয়ার পর মেয়ের সঙ্গে সময় কাটানোর প্রয়োজনীয়তাকে উল্লেখ করেন। শুটিংয়ে বেশি সময় দিতে না পারায় ‘স্পিরিট’ থেকে বাদ পড়েন তিনি। ‘কাল্কি ২৮৯৮’ সিকুয়েল থেকেও প্রযোজনা সংস্থার বিবেচনায় বাদ পড়েন দীপিকা।
এখন দীপিকা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিং করছেন, যেখানে তার সঙ্গে আছেন শাহরুখ খান, সুহানা খান ও অভিষেক বচ্চন। এছাড়া আটলি পরিচালিত নতুন সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে তাকে দেখা যাবে।