প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

দায়িত্ব গ্রহণের পর নির্বাচন কমিশনের সঙ্গে এটি ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

ইসি সূত্র জানায়, বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। পাশাপাশি নির্বাচন কমিশনের প্রস্তুতি ও চলমান কার্যক্রম নিয়েও মতবিনিময় হতে পারে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ঢাকায় আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

Check Also

পোস্টাল ব্যালট বাতিলে নতুন নির্দেশনা ইসির

ডেস্ক রিপোর্ট ঘোষণাপত্র বা ভোটারের স্বাক্ষর ছাড়া পাঠানো পোস্টাল ব্যালট আর গণনায় অন্তর্ভুক্ত হবে না। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।