পুলিশের সামনে ছাত্রলীগ–যুবলীগের মিছিল, এসআই ক্লোজড

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল হওয়ায় সিরাজদিখান থানার এসআই মো. কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় আকস্মিকভাবে এই মিছিল বের হয়। অভিযোগ রয়েছে, পুলিশের সামনেই মিছিলটি অনুষ্ঠিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), সোহেল শেখ (৩৫) ও মন্টু ভুঁইয়া (৩০)।

স্থানীয়দের ভাষ্য, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ–সমর্থিত নেতা–কর্মীরা মিছিলটি বের করেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা দ্রুত সটকে পড়ে। তাদের আটক করা সম্ভব না হওয়ায় দায়িত্বে গাফিলতির কারণে এসআই কামরুজ্জামানকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।