পটুয়াখালীর বাউফলে নৌপুলিশের ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া রাসেল খানের (৩৫) লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপের বাতির খাল পয়েন্টে স্থানীয়দের সহায়তায় লাশটি পাওয়া যায়।
রাসেল উপজেলার বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।
ঘটনার সূত্রে জানা যায়, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাসেল তার তিন বন্ধুকে নিয়ে ট্রলারযোগে নদীতে ইলিশ মাছ কিনতে যান। এ সময় মা ইলিশ রক্ষা অভিযানে থাকা নৌপুলিশের একটি স্পিডবোট তাদের ধাওয়া করে। আতঙ্কে রাসেল নদীতে ঝাঁপ দেন এবং স্রোতের তোড়ে নিখোঁজ হয়ে যান।
পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালালেও তৎক্ষণাৎ তাকে খুঁজে পাওয়া যায়নি। নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।
নৌপুলিশ জানায়, নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ কেনার সময় ধাওয়া দিলে ঘটনাটি ঘটে। বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের সিদ্ধান্ত হবে।
স্থানীয়রা জানান, মাছ কিনতেই নদীতে গিয়েছিলেন রাসেল। পুলিশের ধাওয়ায় ভয় পেয়ে নদীতে ঝাঁপ দেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।