পটুয়াখালী: পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে। অভিযানটি শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গলাচিপা-ঢাকা রুটে চলাচলকারী মুন পরিবহনের একটি দূরপাল্লার বাসে পরিচালিত হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাসটি আটক করা হলে ভেতরে একাধিক বস্তা জাটকা ইলিশ পাওয়া যায়। পরে জব্দ করা জাটকাগুলো অন্য একটি গাড়িতে স্থানান্তর করে পটুয়াখালী কোস্ট গার্ড ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং কোস্ট গার্ড তাকে ফোনে জানিয়েছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা উচিত হলেও তা অনুসরণ করা হয়নি।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা বলেন, জাটকা উপজেলার মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা উচিত ছিল। তবে জেলা পর্যায়ে নেওয়ার বিষয়টি তার কাছে স্পষ্ট নয়।
মৎস্য বিভাগ সূত্র জানিয়েছে, জব্দকৃত জাটকা ইলিশ রাতেই পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এতে অনেকে সাদা ভাতের সঙ্গে জাটকা ইলিশ পেয়ে খুশি হয়েছেন।
এ অভিযান সরকারের সংরক্ষিত মাছ সংরক্ষণ নীতি বাস্তবায়নের পাশাপাশি কোস্ট গার্ডের কার্যক্রমে জাটকা চক্র রোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে ও বিধি মেনে জাটকা সংরক্ষণ করা হলে ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পায়, যা দেশীয় মাছের বিপুল চাহিদা মেটাতে সহায়ক।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে