রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) খণ্ডিত ম*রদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি জারেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাব-৩। ডিবি জানায়, পরকীয়া প্রেমঘটিত বিরোধের জেরে আশরাফুলকে হ*ত্যা করেন তার বন্ধু জারেজুল ইসলাম। তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৩ জানায়, হ*ত্যাকাণ্ড ও ম*রদেহ খণ্ড-বিখণ্ড করার ঘটনায় জারেজুলের প্রেমিকা শামীমাকেও গ্রেফতার করা হয়েছে। অভিযান থেকে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় ঈদগাহের সামনে দুটি ড্রামের ভেতর থেকে আশরাফুলের ২৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শুক্রবার নি*হতের পরিবার শাহবাগ থানায় মামলা দায়ের করলে জারেজকে প্রধান আসামি করা হয়।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে