পদ্মা সেতুতে একটি চলন্ত বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় তোফায়েল মিয়া (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে সেতুর জাজিরা প্রান্তের ২৯ নম্বর পিয়ারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল মিয়া ঢাকা–ভাঙ্গা রুটে চলাচলকারী বসুমতী পরিবহনের চালকের সহকারী ছিলেন। তিনি মাদারীপুর সদর উপজেলার দৌলতপুর এলাকার প্রয়াত সেলিম মিয়ার সন্তান।
পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহনের একটি বাস সেতু পার হওয়ার সময় ২৯ নম্বর পিয়ারের কাছে পৌঁছালে পেছন থেকে আসা ঢাকা–ভাঙ্গাগামী বসুমতী পরিবহনের একটি বাস সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে বসুমতী বাসের চালকের সহকারী তোফায়েল মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় দুটি বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার পর মাওয়া থেকে জাজিরা প্রান্তমুখী যানবাহন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি বাস সেতু থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক কবির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস পুলিশ জব্দ করেছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে