পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে আগুনের ঘটনা ঘটে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের চর মিয়াজান বাজারে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, রাতের অন্ধকারে মোটরসাইকেলের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে আগুন দেখতে পান তারা। দ্রুত স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
আগুনে কার্যালয়ের আসবাবপত্রের পাশাপাশি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও ব্যানারও পুড়ে যায়।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল ব্যাপারি বলেন, আগের দিন উপজেলার রাজনৈতিক বিষয়ে একটি মারামারির মামলার কারণে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সে কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। তিনি আরও উল্লেখ করেন, “জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবে চন্দ্রদ্বীপে ফ্যাসিস্ট সরকার আমলের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা দলে আশ্রয় নিয়েছে। নির্বাচন সামনে রেখে তারা নানা ধরনের অপকর্ম করছে। বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনা তারই অংশ।”
বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে এবং প্রযোজ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে