সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য।
সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন,
“সিগার আর শ্যাম্পেইন—এসব নিয়ে কারও কি এত মাথাব্যথা আছে?”
নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০১৯ সালে তিনটি মামলা হয়। বিচার চলছে ২০২০ সাল থেকে, যদিও গাজা যুদ্ধের কারণে তা বিলম্বিত হচ্ছে।
ট্রাম্প এর আগেও এই বিচারকে রাজনৈতিক হয়রানি বলে অভিহিত করেছেন। তবে নেতানিয়াহু এখনো অভিযোগ অস্বীকার করছেন।