নেছারাবাদে বিএনপিতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শতাধিক সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। এই যোগদান স্থানীয় রাজনীতিতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করবে বলে মনে করছেন দলীয় নেতারা।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটাপিটানিয়া আনন্দবাজারে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দেন। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী মো. আজহারুল ইসলাম টুটুলের নেতৃত্বে তারা দলটিতে যোগদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুভাষ চন্দ্র হালদার এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহাসিন রেজা। এতে আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বাহাদুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান বাবু, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার মো. এনামুল হক রতন, সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

যোগদানকারী সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের সভাপতি সুভাষ চন্দ্র হালদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমিক আদর্শ এবং তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি, এই ৩১ দফাই দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথ দেখাবে। সেই বিশ্বাস থেকেই আমরা শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছি।

বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক রতন বলেন, নেছারাবাদ উপজেলায় সনাতন সম্প্রদায়ের ভোটার সংখ্যা প্রায় ৪০ শতাংশ। তারা দীর্ঘদিন ধরেই জিয়াউর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল। আজকের এই যোগদান প্রমাণ করে, বিএনপির রাজনীতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আস্থার জায়গা।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. আজহারুল ইসলাম টুটুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা আজ সাধারণ মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়েই বলদিয়া ইউনিয়নে শতাধিক সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন বিএনপিতে যোগ দিয়েছেন, যা আমাদের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।