নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজের নির্দেশনা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার রাজধানীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদের নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও সভায় সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, “নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব সংস্থাকে নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হবে যেন তারা কোনো অনিয়মে না জড়ায়।”

সভায় সিদ্ধান্ত হয়েছে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মনিটরিং জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বডি ওয়ার্ন ক্যামেরা সরবরাহ করা হবে।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে বিরত রাখারও সুপারিশ এসেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে তিন দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এ ছাড়া আনসার ও ভিডিপির পাঁচ লাখ ৮৫ হাজার সদস্যকেও কেন্দ্রভিত্তিক নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এবারের নির্বাচনে বিজিবির ১ হাজার ১০০ প্লাটুনে ৩৩ হাজার সদস্য, আনুমানিক ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য এবং আনসার ব্যাটালিয়নের ৩,১৫৭ জন রিক্রুটও দায়িত্বে থাকবেন।

নির্বাচন ঘিরে সীমানা পুনর্নির্ধারণজনিত কোনো অস্থিরতা যেন না ঘটে, সে জন্যও বিশেষ নজরদারির কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

Check Also

চার দাবিতে আন্দোলনে নামছেন ফেল করা শিক্ষার্থীরা

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নজিরবিহীন ফল বিপর্যয়ের প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন অকৃতকার্য …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।