নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দিতে অনুরোধ দুদক চেয়ারম্যানের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীতে দুদক ও রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক) আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, রাজনীতিতে স্বচ্ছতা না থাকলে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। এজন্য সাংবাদিকদের তিনি আহ্বান জানান, যেন তারা এখন থেকেই আওয়াজ তোলেন যাতে কোনো দুর্নীতিবাজ ব্যক্তি নির্বাচন করতে না পারে।

তিনি বলেন, “নির্বাচনে যেন নমিনেশন বেচাকেনা না হয়।” একই সঙ্গে তিনি গণমাধ্যমকে “প্রধান হুইসেল ব্লোয়ার” হিসেবে উল্লেখ করে বলেন, দুদকের ৭০ শতাংশ তথ্য গণমাধ্যম থেকেই পাওয়া যায়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি আমাদের পাশে না থাকেন, তাহলে দুদক ধসে পড়বে।”

দুদক চেয়ারম্যান আরও জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের দুর্নীতিবাজ সদস্যদের ফিরিয়ে আনার বিষয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশসহ সব ধরনের প্রক্রিয়া চলছে।

অনুষ্ঠানে দুদকের অন্যান্য কর্মকর্তাসহ র‍্যাক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Check Also

চার দাবিতে আন্দোলনে নামছেন ফেল করা শিক্ষার্থীরা

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নজিরবিহীন ফল বিপর্যয়ের প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন অকৃতকার্য …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।