নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে সততা আজ হারিয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে ভোটারদের প্রতিটি ভোট একটি বড় আমানত উল্লেখ করে তিনি বলেন, এই আমানত রক্ষা করার দায়িত্ব জনগণের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা ভিক্ষা কিংবা দয়ার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা কাজ করে বাঁচতে চাই। দেশের তরুণ প্রজন্ম পড়াশোনা শেষ করেও কর্মসংস্থানের নিশ্চয়তা পাচ্ছে না। শুধু সনদ নয়, প্রশিক্ষণ নিয়ে দেশ ও বিদেশে কাজ করার সুযোগ তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, গত দেড় দশক ধরে গণতান্ত্রিকভাবে কথা বলার সুযোগ ছিল না। বিরোধী মত দমন করতে মামলা, নির্যাতন ও হামলার পথ বেছে নেওয়া হয়েছে। এখন সময় এসেছে সংগঠিত হয়ে মানুষের জন্য কাজ করার।

বিএনপির মহাসচিব জানান, স্থানীয়ভাবে কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কুটিরশিল্পভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

ঠাকুরগাঁওকে নিজের জন্মভূমি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এই শহরের মানুষ আমাকে চেনে। আমার বাবা, আমি ও আমার ছোট ভাই এই পৌরসভার চেয়ারম্যান ছিলাম। কিন্তু গত সরকারের সময়ে চেয়ারম্যান থাকা সত্ত্বেও কোনো বরাদ্দ পাওয়া যায়নি। সরকার পরিবর্তনের পরই উন্নয়নমূলক কাজ শুরু করা সম্ভব হয়েছে।”

তিনি বলেন, অতীতের মতো এবারও জনগণের সমর্থন প্রত্যাশা করছেন তিনি। রাজনীতিকে ব্যবসা হিসেবে না দেখে ত্যাগের পথ হিসেবে গ্রহণ করেছেন বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “বাপ-দাদার জমি বিক্রি করেই রাজনীতি করেছি। এই নির্বাচন আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

গণসংযোগকালে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Check Also

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

দীর্ঘ চার বছরের আইনি লড়াই ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৪ নম্বর …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।