জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে সতর্ক করে বলেছেন, মানুষের কাছে দলটি যে সম্মান অর্জন করেছে তা কলঙ্কিত করতে দেবেন না। শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, গেলকালের ঘটনার পর তিনি গভীরভাবে মর্মাহত; অনেকেই ড. ইউনূসের সঙ্গে আলাপ করে বিষয়টি মীমাংসা করতে পারতেন কিন্তু কেউ উদ্যোগ নেননি। তিনি আশা করেছেন, ক্ষুব্ধরা সংলাপে ফিরে এসে পরিস্থিতি সমাধানে অংশ নেবেন। কোনো দল কোন প্রতীক পাবে তা নির্বাচন কমিশন নির্ধারণ করবে—এটিকে বিতর্কের বিষয় করা ঠিক নয় উল্লেখ করে তিনি সম্মান রক্ষায় সব দলকে জবাবদিহিতার আহ্বান জানান।
একই সঙ্গে ফারুক বলেন, যারা ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে তারা দেশের প্রতি তাদের ভালোবাসা ও স্বৈরাচারবিরোধী অবস্থান প্রমাণ করেছে। পরিস্থিতি রাজনৈতিক অপচেষ্টায় পড়ে গেলে তা প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও অনুরোধ করেন তিনি। জাতীয় রাজনীতি সংক্রান্ত তার বক্তব্যে ফারুক বর্তমান শাসনবিরোধী শক্তিকে একজোট থাকার পুনরায় আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে সতর্ক থাকার কথা বলেন।
সমাবেশে তিনি এনসিপি ও অন্যান্য দলগুলোর ওপর সমালোচনামূলক মন্তব্যও করেন; ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন ও দমন-পীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারের সঙ্গে কঠোর শাসনপ্রণালী ফিরিয়ে আনার ষড়যন্ত্রে সতর্ক থাকতে বলেন। উপস্থিত শ্রোতারা ফারুকের বক্তব্যকে সমর্থন করেন এবং রাজনীতিতে সংস্কার ও স্বচ্ছতার দাবি করেন।