নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে কাঞ্চন বাজারে অবস্থিত ‘গোলজার বস্ত্র বিতান’ নামের দোকানে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানটির মালিক গোলজার হোসেন।
খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা সব কাপড় ও সামগ্রী পুড়ে যায়।
দোকান মালিক গোলজার হোসেন ঘটনার পর বলেন, “আগুনে আমার দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এত বড় ক্ষতি কীভাবে পুষিয়ে উঠব বুঝতে পারছি না।” তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজার এলাকায় ফায়ার সেফটি ব্যবস্থা দুর্বল হওয়ায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। দ্রুত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।