রুপালি পর্দায় কঠোর ও ভয়ংকর খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর বাস্তব জীবনে ঠিক তার বিপরীত—মার্জিত, বিনয়ী ও ধর্মানুরাগী একজন মানুষ। তার সামাজিক ও ধর্মীয় মূল্যবোধপূর্ণ আচরণ প্রায়ই প্রশংসা কুড়ায় অনুরাগীদের কাছ থেকে।
সোমবার (২০ অক্টোবর) মিশা সওদাগর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়ছোঁয়া ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি তাঁর নাতি রাফসান–এর পাশে বসে আছেন। সামনে একটি খোলা আরবি বই।
অনেকে ভেবেছিলেন, হয়তো মিশা নিজেই নাতিকে আরবি শেখাচ্ছেন। কিন্তু ক্যাপশনে পাওয়া গেল সম্পূর্ণ ভিন্ন এক চমকপ্রদ তথ্য। মিশা লিখেছেন—
“চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবেন আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।”
এই সহজ-সরল অথচ গভীর বার্তাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভাসিয়ে দেন এই জনপ্রিয় তারকাকে। কেউ লিখেছেন, “এটাই আসল শিক্ষা,” আবার কেউ মন্তব্য করেছেন, “মিশা ভাই শুধু পর্দার নয়, বাস্তব জীবনেরও হিরো।”
বাস্তব জীবনের অনুপ্রেরণা
মিশা সওদাগরের এমন ধর্মীয় ও মানবিক ভাবধারায় অনুপ্রাণিত হয়ে অনেকেই তার প্রশংসা করছেন। ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ, নিজের ভুল স্বীকার করার মানসিকতা এবং নতুন কিছু শেখার আগ্রহ—এই তিনটি গুণ একজন মানুষের চরিত্রকে বড় করে তোলে, যা মিশার মধ্যেই প্রতিফলিত হচ্ছে।
বর্তমানে মিশা সওদাগরের হাতে রয়েছে একাধিক চলচ্চিত্রের কাজ। তবে পর্দায় যতই কঠোর খলনায়কের ভূমিকায় থাকুন না কেন, বাস্তব জীবনে তিনি হয়ে উঠেছেন একজন নৈতিক আদর্শ ও মানবিকতা ছড়িয়ে দেওয়া মানুষ।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে