ঢাকায় যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ বিকেল ৫:৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা।
ক্রিস্টেনসেন ঢাকা দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন।
তাঁর আগমন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও মজবুত করবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে