চলতি বছরের ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।
ফজলে এলাহী বলেন— “সময়টা আমরা চূড়ান্ত করেছি।পরিস্থিতি ঠিক হলেই তারেক রহমান দেশে ফিরবেন। দেশের মানুষের সঙ্গে সরাসরি রাজনীতি করবেন। তিনি প্রস্তুত আছেন, আমরাও প্রস্তুত।”
তিনি আরও বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। সরকার পরিবর্তনের এ সময়টা জনগণ আশা নিয়ে দেখছে। ঠিক এই সময়ে তারেক রহমানের দেশে ফেরা বিএনপি’র জন্য ‘টার্নিং পয়েন্ট’ হবে বলে মন্তব্য করেন তিনি।
তবে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ বা সময়সূচি প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে সময় খুব কাছেই।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে