দেশে ফিরতে প্রস্তুত তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ!

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফজলে এলাহী বলেন— “সময়টা আমরা চূড়ান্ত করেছি।পরিস্থিতি ঠিক হলেই তারেক রহমান দেশে ফিরবেন। দেশের মানুষের সঙ্গে সরাসরি রাজনীতি করবেন। তিনি প্রস্তুত আছেন, আমরাও প্রস্তুত।”

তিনি আরও বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। সরকার পরিবর্তনের এ সময়টা জনগণ আশা নিয়ে দেখছে। ঠিক এই সময়ে তারেক রহমানের দেশে ফেরা বিএনপি’র জন্য ‘টার্নিং পয়েন্ট’ হবে বলে মন্তব্য করেন তিনি।

তবে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ বা সময়সূচি প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে সময় খুব কাছেই।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।