‘দেশনেত্রী শেখ’ বলার ব্যাখ্যায় স্নিগ্ধ: মুখ ফসকে নয়, ঘৃণা থেকেই উচ্চারণ

জুলাই আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন। সম্প্রতি দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তার মুখে ‘দেশনেত্রী শেখ’ শব্দটি বেরিয়ে গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ফেসবুকে একটি পোস্ট দেন স্নিগ্ধ।

তিনি লেখেন, “অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি শেখ হাসিনার নাম। এটি শুধু আমার নয়, বরং সেই সব সাধারণ মানুষের— যারা বিগত ১৬ বছর ধরে নির্যাতন-অত্যাচারের শিকার।”

স্নিগ্ধ আরও বলেন, “যতদিন পর্যন্ত এই খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হয়, ততদিন তার নাম ঘৃণার প্রতীক হিসেবেই উচ্চারিত হবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন— তা কোনো শ্রদ্ধা নয়, ঘৃণাই তার উৎস।”

তিনি আরও যোগ করেন, “যতদিন না পর্যন্ত এই স্বৈরাচার শেখ হাসিনাকে শাস্তি দেওয়া হয়, ততদিন শেখ শেখ মুখ দিয়ে বের হবেই— এটাই সত্য।”

এর আগে বিএনপিতে যোগ দেওয়ার সময় স্নিগ্ধ জানিয়েছিলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে চান তিনি। পাশাপাশি বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার সঙ্গেও যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।