দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না : মির্জা ফখরুল

প্রতিনিধি, ঠাকুরগাঁও | ১৫ অক্টোবর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করবেন না। যারা এসব দাবি তুলে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য সৎ নয়। তারা নির্বাচনকে বানচাল করতে চায়। কিন্তু দেশের মানুষ ভোট দিতে চায়।’

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে আয়োজিত এ সভায় ফখরুল আরও বলেন, ‘এসব আন্দোলন বাদ দিয়ে চলমান নির্বাচনটা শেষ করতে দিন।’

‘এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে তারা বিভিন্ন সেবা পাবে। স্বাস্থ্যসেবা ও শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়া হবে, কারিগরি শিক্ষা বিস্তারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আগেও সরকারে ছিলাম। আমরা জানি, কীভাবে সরকার চালাতে হয় এবং কীভাবে ভালোভাবে দেশের জন্য কাজ করতে হয়।’

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থার ঘোষণা

দেশে আসন্ন নতুন রাজনৈতিক কাঠামো সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এই ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আসছে। এবার থেকে একটি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠিত হবে। একটি হবে নিম্নকক্ষ, যেখানে আপনারা ভোট দিয়ে প্রতিনিধিকে নির্বাচিত করবেন। অপরটি হবে উচ্চকক্ষ, যেখানে দলীয় অনুপাত এবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের মনোনয়ন দিয়ে গঠন করা হবে। এর মাধ্যমে দেশের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং কোনো দলের একক কর্তৃত্ব থাকবে না।’

‘স্বৈরাচার তাড়ানোর দিন ভুলে যাব না’

৫ আগস্টের ঘটনা স্মরণ করে ফখরুল বলেন, ‘৫ আগস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের সামনে একটি নতুন সুযোগ এসেছে। আমাদের ছেলেরা রক্ত দিয়ে যে মুক্তি এনেছে, সেই রক্তের ঋণ ভুলে যাওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ যেমন আমাদের অস্তিত্ব, তেমনি ৫ আগস্টও একটি ইতিহাস। নতুন বাংলাদেশ গড়ার পথে সবাইকে এক কাতারে নিয়ে আসতে হবে।’

‘শান্তির রাষ্ট্র গড়তে চাই’

ধর্মীয় ও রাজনৈতিক সহাবস্থানের পক্ষে বক্তব্য রেখে ফখরুল বলেন, ‘আমরা হিংসার রাজনীতি চাই না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবার মাঝে ঐক্য চাই। এই দেশকে আর ভাগ করবেন না। বহুত ক্ষতি হয়ে গেছে, এবার আর নয়। চাই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক বাংলাদেশ।’

মতবিনিময় শেষে অন্যান্য কর্মসূচি

গড়েয়া ইউনিয়নের সভা শেষে মির্জা ফখরুল সদর উপজেলার শুখানপুকুরী ও বালিয়া ইউনিয়নে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ান শাহ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

“নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না” — এনসিপিকে ফারুকের সতর্ক বার্তা

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।