সারা দেশে শীতের প্রকোপ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বইছে। রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় তীব্র শীত চলছে। এছাড়া গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন থেকে এক সপ্তাহের বেশি সময় ধরে থাকতে পারে। এই সময়ে কিছু জেলা নতুনভাবে যুক্ত হতে পারে, আবার কিছু জেলা শৈত্যপ্রবাহ থেকে বাদও পড়তে পারে।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, আর রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর শীতজনিত স্বাস্থ্যসতর্কতার কথা মনে করিয়ে দিয়ে পরামর্শ দিয়েছে, শীতের সময় বয়সজনিত এবং হৃদরোগী মানুষেরা বিশেষভাবে সতর্ক থাকুন।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে