একসময় পর্দায় ভয় দেখাতেন, এখন জীবনের বাস্তব মঞ্চে টিকে থাকার লড়াই চালাচ্ছেন সুরজিত সেন। নায়ক দেবের সঙ্গে কাজ করা ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’—এই জনপ্রিয় ছবিতে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি কলকাতার একটি মুদির দোকানে জীবনযাপন করছেন।
সুরজিত ভারতীয় গণমাধ্যমকে জানান, ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত অভিনয় করেছেন, তবে সব মিলিয়ে উপার্জন মাত্র ৫ লাখ টাকা। বর্তমানে তিনি ব্যারাকপুরে একটি মুদির দোকান চালাচ্ছেন, যেখানে আইসক্রিম, পানীয়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করেন। এ থেকেই সংসার চলছে। তার মা-বাবা ব্যারাকপুরেই থাকেন, তবে স্ত্রীর প্রসঙ্গে কথা বলতে তিনি অনীহা প্রকাশ করেছেন।
তিনি জানান, রাজনীতির প্রভাবেই চলচ্চিত্রে কাজ পাওয়া বন্ধ হয়ে গেছে। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। সুরজিত স্পষ্ট করেছেন, তিনি কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
অভিনয়ে ফেরার ইচ্ছা নেই বলেও জানান সুরজিত। তিনি বলেন, “এখন এই দোকানই আমার ভরসা। এখান থেকেই সংসার চলে, এটাকেই ধরে রাখতে চাই।”
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে