ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে না আফগানিস্তান, হামলায় নিহত তিন ক্রিকেটার


পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। পাকতিকা প্রদেশের আরগুন জেলায় পাকিস্তানি বাহিনীর হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার পর এমন সিদ্ধান্ত জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এই ত্রিদেশীয় সিরিজটি আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—এই তিন দলই সিরিজটিতে অংশ নেওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে এসিবি জানায়, নিহত ক্রিকেটাররা শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে নিজ এলাকায় ফেরার পথে পাকিস্তানি বাহিনীর হামলার শিকার হন। নিহতদের মধ্যে আছেন কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। আরও পাঁচজন প্রাণ হারান এবং আহত হয়েছেন অন্তত সাতজন।

বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যাঁরা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।’

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এসিবি জানিয়েছে, প্রতিবাদস্বরূপ ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে তারা নিজেদের সরিয়ে নিচ্ছে।

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল—উদ্বোধনী ম্যাচ ১৭ নভেম্বর ও দ্বিতীয় ম্যাচ ২৩ নভেম্বর। তবে আফগানিস্তানের সরে দাঁড়ানোর ফলে সিরিজের সূচি নিয়ে নতুন করে ভাবতে হতে পারে আয়োজকদের।

এই সিরিজটি হতে যাচ্ছিল পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের প্রথম ত্রিদেশীয় সিরিজ। যদিও এর আগে ২০২৩ সালের এশিয়া কাপ ও চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলেছিল আফগানিস্তান, তবে সে সময় তারা স্বাগতিকদের বিপক্ষে মুখোমুখি হয়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Check Also

এইচএসসি পরীক্ষায় ফেল করলেন ক্রিকেটার মারুফা

নিজস্ব প্রতিবেদকতারিখ: ১৬ অক্টোবর ২০২৫ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বাংলাদেশের নারী জাতীয় …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।