হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে কাঁপছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।
মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
একটানা কুয়াশা ও তীব্র শীতে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। স্থানীয় হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে এবং শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে