তিন দফা দাবিতে কালো পতাকা মিছিল করলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

তিন দফা দাবিতে আন্দোলনরত দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা রাজধানীতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে দোয়েল চত্বর পেরিয়ে কদম ফোয়ারা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষকরা ‘সি আর আবরার, আর নয় দরকার’, ‘রাজপথে কে? শিক্ষক শিক্ষক’, ‘ছাত্র–শিক্ষক–জনতা, গড়ে তোলো একতা’, ‘সারা বাংলার শিক্ষক, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেন। বক্তারা বলেন, এমপিওভুক্ত হলেও তাঁরা ন্যায্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবিগুলো দীর্ঘদিনের এবং যৌক্তিক হলেও সরকার বরাবরই অবহেলা করে আসছে।

তিনটি প্রধান দাবি নিয়ে আন্দোলন করছেন তাঁরা। সেগুলো হলো—
১. মূল বেতনের ২০% বাড়িভাড়া ভাতা নিশ্চিত করা।
২. প্রতিমাসে ১,৫০০ টাকা মেডিকেল ভাতা প্রদান।
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% নির্ধারণ করা।

সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংহতি প্রকাশ করে বলেন, ‘শিক্ষকেরা কোনো দুর্নীতি করেন না, দুর্নীতি করে আমলারা। অথচ শিক্ষকদের ন্যায্য দাবির জন্য এই গরমে রাজপথে নামতে হচ্ছে, এটা রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।’ তিনি আরও বলেন, ‘আমলাদের চেয়ে শিক্ষকদের বেতন হওয়া উচিত বেশি। কারণ, তারাই জাতি গঠন করেন। শিক্ষকদের দাবির পক্ষে আমরা সচিবালয় ঘেরাওসহ যেকোনো কর্মসূচিতে পাশে থাকব।’

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী সমাবেশে বলেন, ‘আমরা সরকারকে বেকায়দায় ফেলতে চাই না। কিন্তু আমাদের এই সহযোগিতাকে যদি দুর্বলতা ভাবা হয়, তাহলে শিক্ষকরা যদি রাস্তায় বিদ্রোহী হয়ে ওঠেন, তা কেউ ঠেকাতে পারবে না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘২০ শতাংশ মানে ২০ শতাংশ, ১ হাজার ৫০০ মানে ১ হাজার ৫০০—এখানে কোনো টালবাহানা চলবে না।’

এ সময় তিনি প্রশাসনের একাংশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, যদি কোনো প্রতিষ্ঠান ঘুষ দিয়ে এমপিওভুক্ত হয়ে থাকে, তবে সেই প্রক্রিয়ায় জড়িত আমলাদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ আরও বাড়বে।

উল্লেখ্য, গত রোববার থেকে শিক্ষক–কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ মোড় অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছেন। গতকাল শুক্রবার তাঁরা অনশন কর্মসূচিও শুরু করেন, যাতে শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নিয়েছেন। দাবি আদায় না হলে আমরণ অনশন এবং দেশব্যাপী কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা

Check Also

পাইকারিতে কমলেও খুচরায় কমেনি চালের দাম

প্রতিবেদন: বাজার ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৫ দেশের বাজারে চালের দাম কমার প্রবণতা দেখা গেলেও …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।