বিনোদন প্রতিবেদক, ঢাকা
গান, অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যম—তিন ক্ষেত্র থেকেই সাময়িক বিরতি নেওয়ার পর গায়ক ও অভিনেতা তাহসান খানকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। বলা হচ্ছে, তিনি নাকি খুব শিগগিরই একটি রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এবং আসন্ন সংসদ নির্বাচনেও দেখা যেতে পারে তাঁকে।
তবে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তাহসান বিষয়টি এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু ঢাকায় এক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি অবশেষে গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন।
তাহসান বলেন,
“অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথা বলেছিলাম, তখন খুব কম মানুষ ছিল। ভাবিনি সেটা এত ছড়িয়ে পড়বে। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবেই গান থেকেও বিরতি নিচ্ছি। আমি একটু আবেগপ্রবণ মানুষ—হয়তো বলার ভঙ্গিটা এমন হয়েছিল যে, সেটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।”
তিনি আরও বলেন,
“একটা জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি পরিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে! আমি নাকি রাজনীতি করছি! যারা এমনটা করেছেন, ভাইরাল হওয়ার লোভেই করেছেন।”
ভাইরাল সংস্কৃতি নিয়ে তাহসান বলেন,
“এখন একটা কথা বললেই সেটা ভাইরাল হয়। মানুষ এখন ভাইরাল হওয়ার নেশায় আছে। তাই কথা বলার সময় খুব ভাবতে হয়—কোন কথাটা কখন কীভাবে ঘুরে যাবে।”
বর্তমানে পড়াশোনায় মনোযোগী হতে চান তাহসান। তিনি জানান,
“প্রত্যেক মানুষের জীবনে আলাদা আলাদা অধ্যায় থাকে। আমি এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে মনে হচ্ছে—জীবন ও জগৎ সম্পর্কে অনেক কিছুই জানি না। তাই এখন সময় জ্ঞান বাড়ানোর, শেখার।”
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে