📍 রোম, ইতালি | ১৩ অক্টোবর ২০২৫
ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইড ইভেন্টে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য একটি ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ (সামাজিক ব্যবসা তহবিল) গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন, রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) প্রেসিডেন্ট আলভারো লারিও–র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
ড. ইউনূস বলেন, “এই তহবিল তরুণ উদ্যোক্তাদের কৃষি, স্বাস্থ্য এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সহায়তা দেবে।” তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সহনশীল কৃষি, গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম–কাঁঠালের রপ্তানি এবং দুগ্ধ শিল্পে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
আইএফএডের আগ্রহ
বৈঠকে বাংলাদেশে সামাজিক ব্যবসার উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিও।
ফোরামে বাংলাদেশের উপস্থিতি
রোববার (১২ অক্টোবর) ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৫-এ অংশ নিতে ইতালির রোমে পৌঁছান। এ সময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক তাকে স্বাগত জানান। এই আন্তর্জাতিক ফোরাম চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
🔍 পটভূমি:
ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণা নিয়ে বৈশ্বিক পর্যায়ে আলোচনা ও সহযোগিতার অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম।