সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত করায় দেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালেই রায়ের পর সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মত প্রকাশ করেন। রায়ের ফলে ভবিষ্যতে নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার সুযোগ বৃদ্ধি পাবে, বলেন তিনি।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে