বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার সেনানিবাস এলাকায় অবস্থিত একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে। রোববার (১২ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, “ঢাকা সেনানিবাসের নির্দিষ্ট একটি ভবনকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”
তবে কে বা কারা সেখানে আটক থাকবেন, কতদিন এ কারাগার হিসেবে ব্যবহার করা হবে, কিংবা কোন আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত—তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,
“বিশেষ নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে এটি গ্রহণ করা হয়েছে।”