গাজীপুরের শ্রীপুর উপজেলায় অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি প্রদান ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
রোববার (২৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে শ্রীপুর থানাধীন পুরান বাজার এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় ২০০ থেকে ২৫০ জন অটোরিকশা চালক একত্রিত হয়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধের সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে অটোরিকশা চলাচলের অনুমতি না থাকায় তারা আর্থিক সংকটে পড়েছেন। পাশাপাশি নিয়মিত পুলিশি হয়রানির কারণে স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করাও কঠিন হয়ে উঠেছে। দ্রুত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া ও অযৌক্তিক হয়রানি বন্ধ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
অবরোধের ফলে ঢাকা ও ময়মনসিংহগামী যানবাহন দীর্ঘ সময় মহাসড়কে আটকে পড়ে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক যাত্রীকে বাধ্য হয়ে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। ফলে মহাসড়কসংলগ্ন এলাকায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায় এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে