ঢাকায় বিশ্বকাপ ট্রফি, ছবি তুলতে মানতে হবে যেসব নিয়ম

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সম্মান ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বুধবার ঢাকায় আসছে। বিশ্বভ্রমণের অংশ হিসেবে সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে দর্শনার্থীদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

গত ৩ জানুয়ারি ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হয় ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ। প্রায় ১৫০ দিনের এই সফরে বিশ্বের ৩০টি দেশের ৭৫টি ভেন্যুতে ট্রফিটি প্রদর্শন করা হবে। এবারের ট্রফি ট্যুরে বাংলাদেশের অতিথি হিসেবে আসছেন ২০০২ সালের ব্রাজিল বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

এটি চতুর্থবারের মতো ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফির আগমন। সর্বশেষ ২০২২ সালে ঢাকায় এসেছিল বিশ্ব ফুটবলের এই মহামূল্যবান ট্রফি।

বিশেষ বিমানে করে বিশ্বভ্রমণে বের হওয়া ট্রফিটির সঙ্গে সবসময় ফিফা মনোনীত ফুটবল কিংবদন্তিরা থাকেন। উল্লেখযোগ্য বিষয় হলো—বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। কেবল বিশ্বকাপজয়ী ফুটবলার, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতিই আসল ট্রফি স্পর্শ করতে পারেন।

এদিকে, ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা। ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত দর্শনার্থীরাই কাছ থেকে ট্রফি দেখার সুযোগ পাবেন।

তবে ছবি তুলতে ও ট্রফি দেখতে মানতে হবে কিছু নির্দিষ্ট নিয়ম। দর্শনার্থীরা ৭ থেকে ১০ ইঞ্চির বেশি আকারের কোনো ব্যাকপ্যাক সঙ্গে নিতে পারবেন না। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। ক্যাম্পেইনের বিজয়ীরা কোনোভাবেই টিকিট হস্তান্তর বা পুনরায় ব্যবহার করতে পারবেন না।

এ ছাড়া ট্রফি প্রদর্শনীস্থলে কোনো ধরনের ধারালো বা নিষিদ্ধ বস্তু বহন করা যাবে না। একই সঙ্গে নির্দিষ্ট কোনো দেশের পতাকা বহনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সব মিলিয়ে, কঠোর নিরাপত্তা ও নির্দিষ্ট বিধিনিষেধের মধ্য দিয়েই ঢাকায় বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে।

Check Also

বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ দুই সাবেক ক্রিকেট তারকার

দীর্ঘ টানাপোড়েনের পর টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।