ঢাকায় দিনে বাড়বে শীতের অনুভূতি, তাপমাত্রা আরও কমার আভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় আগের তুলনায় ঠান্ডার অনুভূতি বাড়বে, যদিও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের প্রথম ভাগে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এই ঠান্ডা বাতাস দিনের তাপমাত্রা সামান্য কমাতে ভূমিকা রাখবে, ফলে দিনের বেলাতেও শীতের প্রকোপ বেশি অনুভূত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলছে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

এর আগের দিন শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এদিকে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে বয়ে আসা হাড়কাঁপানো ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক ও মহাসড়ক। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা এতটাই ঘন থাকে যে, কয়েক হাত দূরের কিছুই দেখা যায় না। ফলে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ভোরবেলা কাজে বের হতে হচ্ছে তাদের।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের এই ধারা অব্যাহত থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং শীতজনিত অসুস্থতা এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Check Also

শীতের তীব্রতা সামান্য কমছে, দেশের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত

ঢাকা: আবহাওয়া অধিদপ্তরের নতুন ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।