ড্রেসিংরুমে মেয়েরা কাঁদলেও গর্বিত নিগার

নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ওভারে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী দল। ম্যাচ শেষে মাঠে ও ড্রেসিংরুমে দেখা গেছে আবেগঘন দৃশ্য—কেউ কেউ কাঁদছিলেন, কেউ হতাশায় মুখ লুকিয়ে ছিলেন।

বদলি ফিল্ডার সুমাইয়া আক্তার ও বোলার নাহিদা আক্তার চোখের পানি ধরে রাখতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা নিজেও হতাশ ছিলেন, তবে মেয়েদের লড়াই নিয়ে তিনি গর্বিত।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে তোলে ২৩২ রান। জয়ের জন্য গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ তিনটি সহজ ক্যাচ মিস করে। এসব ভুলেই হাতছাড়া হয় সম্ভাব্য জয়।

পুরস্কার বিতরণীতে নিগার বলেন, “শেষ বল পর্যন্ত মেয়েরা যেভাবে লড়েছে, আমি গর্বিত। ওরা এখন কাঁদছে, কারণ সবাই বিশ্বাস করেছিল ম্যাচটা আমাদের হতে পারত। এটা আমাদের জন্য বড় শিক্ষা।”

এই হারে বাংলাদেশ ৪ ম্যাচে এক জয় ও তিন হারে পয়েন্ট টেবিলের ছয়ে রয়েছে। বাকি তিনটি ম্যাচ সামনে। নিগারের ভাষায়, “এটাই শেষ নয়। আমাদের মাথা উঁচু রাখার মতো অনেক কিছু আছে।”

তিনি আরও জানান, ম্যাচে শিশিরের কারণে বল ধরতে সমস্যা হচ্ছিল, বোলারদের জন্য ডেথ ওভারে বল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গিয়েছিল।

Check Also

ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে না আফগানিস্তান, হামলায় নিহত তিন ক্রিকেটার

পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। পাকতিকা প্রদেশের আরগুন জেলায় পাকিস্তানি বাহিনীর …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।