ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৮৪১ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রাত্যহিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এদের মধ্যে দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন করে মুগদা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৬ হাজার ২৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ২৩৮ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩৫৪ জন রোগী।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬২ শতাংশই পুরুষ। সবচেয়ে বেশি আক্রান্তের হার ১৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে।

ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন গাজীপুরে—৬১ জন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় নতুন রোগীর সংখ্যা ২৬৯। এ ছাড়া বরিশাল বিভাগে রোগী ভর্তি হয়েছেন ৩০১ জন, যা বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টি ও দুর্বল মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা ডেঙ্গুর বিস্তার বাড়িয়ে তুলছে। তাঁদের মতে, অক্টোবর মাসে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়।

Check Also

“হার্ট অ্যাটাক মানেই বুকে ব্যথা না, জেনে নিন নীরব লক্ষণগুলো”

অনেক সময় আমরা ভাবি, হার্ট অ্যাটাক মানেই বুক চেপে ধরা ব্যথা। কিন্তু জানেন কি, হার্ট …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।