ডাকসুর এক মাসে অগ্রগতি সীমিত, প্রশ্ন শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নতুন কমিটি দায়িত্ব গ্রহণের এক মাস পার করেছে। শুরুতেই ৩৬ দফা ইশতেহারে শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নে গতি নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে খাবারের মান নিয়ে অভিযোগ রয়েছে আগের মতোই। মাস্টারদা সূর্যসেন হলে খাবারে এখনো পোকা পাওয়া যাচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। হলের জিএস জানান, ক্যাটারার পরিবর্তনের চেষ্টা চলছে।

অমর একুশে হলে কিছু উন্নতির খবর মিলেছে। ক্যান্টিন ইজারাদার দাবি করেন, রাজনৈতিক চাপ না থাকায় খাবারের মান কিছুটা বেড়েছে।

এক মাসে মাত্র দুটি হলে বৈদ্যুতিক ফ্যান স্থাপন করা হয়েছে। আবাসন সংকট ও পরিপার্শ্বের পরিবেশে এখনো তেমন পরিবর্তন দেখা যায়নি। মেনস্ট্রুয়াল হাইজিন নিশ্চিত করতে টিএসসিসহ পাঁচটি স্থানে ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। পরিবহন উন্নয়নেও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, দুই মাসের মধ্যে অর্ধেক ইশতেহার বাস্তবায়নের চেষ্টা থাকবে। তবে প্রশাসনের সহযোগিতা না থাকায় কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

প্রথম মাস শেষে শিক্ষার্থীরা আংশিক পরিবর্তনের স্বস্তি পেলেও বড় প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Check Also

“নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না” — এনসিপিকে ফারুকের সতর্ক বার্তা

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।