বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা এবার উড়ন্ত গাড়ি আনার পরিকল্পনা করছে—এমন ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
সম্প্রতি ‘দ্য জো রগান এক্সপেরিয়েন্স’ পডকাস্টে অংশ নিয়ে মাস্ক বলেন, টেসলার নতুন রোডস্টার প্রোটোটাইপ উন্মোচন হবে “ইতিহাসের অন্যতম স্মরণীয় প্রযুক্তিগত ঘটনা।”
পডকাস্টের সঞ্চালক জো রগান সরাসরি জানতে চান—গাড়িটি কি সত্যিই উড়বে? উত্তরে মাস্ক রহস্য রেখে বলেন,
“উন্মোচনের আগে বিস্তারিত বলা ঠিক হবে না, তবে এটি হতে পারে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তি পণ্য।”
তিনি আরও জানান, রোডস্টারের ডেমো প্রায় প্রস্তুত এবং কয়েক মাসের মধ্যেই তা প্রকাশের পরিকল্পনা রয়েছে।
ইলন মাস্ক দাবি করেন, এই রোডস্টারে এমন কিছু প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যা “জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে।”
টেসলার এই উড়ন্ত গাড়ির ধারণা বাস্তবে রূপ নিলে, তা ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে