নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা
কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না। কেউ যদি টাকা দিতে আসে, তাকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে। ইতিহাসের ধারা বদলে গেছে, মানুষ এখন সচেতন। এক হাজার কোটি টাকা দিলেও এবার একজন মানুষকেও কেনা যাবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মোবারক হোসাইন বলেন, এবার প্রশাসন শক্ত অবস্থানে থাকবে। কেউ যদি ভোট কারচুপির দুঃস্বপ্ন দেখে, তা বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সক্রিয় ভূমিকা রাখবে।
তরুণ সমাজ জেগে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, একজন হাদি চলে গেছে, কিন্তু এখন লাখ হাদি ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। ভয় দেখিয়ে রাজনীতি করার দিন বাংলাদেশে শেষ। যারা রাজনীতিকে ব্যবসা মনে করেন, তাদের রাজনীতি ছেড়ে ব্যবসা করাই ভালো।
ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুক ফুলিয়ে মাঠে কাজ করতে হবে। কেউ ভয় দেখাতে এলে বলবেন—আমিও এই এলাকার মানুষ, আপনিও এই এলাকার মানুষ; কাকে ভয় দেখান?
সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, গত ৫৪ বছরে মানুষ অনেককেই দেখেছে। এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন এক বাংলাদেশ গড়তে হবে।
জামায়াত ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে উল্লেখ করে ড. মোবারক হোসাইন বলেন, দেশে কোনো বৈষম্য থাকবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির রাজনীতি বন্ধ করা হবে। দল-মত নির্বিশেষে সবাই ন্যায্য অধিকার পাবে।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ কাউসারসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে