📍 ফেনী, ৮ অক্টোবর ২০২৫
টাইফয়েড টিকাদান কার্যক্রম নিয়ে গুজব ছড়ানো প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি বলেন, “টাইফয়েড টিকা কার্যক্রম সফল করতে হলে গুজব মোকাবিলা করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
বুধবার (৮ অক্টোবর) সকালে ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘টাইফয়েড ভ্যাকসিনেশন’ বিষয়ক দিনব্যাপী কনসালটেশন কর্মশালায় তিনি এই কথা বলেন।
জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত কর্মশালাটি ছিল শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ।
সিভিল সার্জন আরও জানান, ফেনী জেলা টাইফয়েড টিকার রেজিস্ট্রেশনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। জেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ৪ লাখ ২৫ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা থাকলেও ইতোমধ্যে ৩ লাখ ৮ হাজার শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুজব। এসব গুজব টিকাদান কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সকল প্ল্যাটফর্মে সচেতনতা গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক। তিনি বলেন, “সরকারি যে টিকা দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ নিরাপদ, হালাল এবং জনগণের জন্য বিনামূল্যে। ব্যক্তি উদ্যোগে টিকা নেওয়ার ক্ষেত্রে মান নিয়ে সন্দেহ থাকতে পারে এবং খরচও বেশি হবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এবং সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক নাজমুস সাকিব ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাশেদ হাসান।
অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রণয় কুমার চক্রবর্তী।