জুলাই অভ্যুত্থান স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রমে বাজেট নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্ন তোলে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“বিগত ফ্যাসিবাদ আমলে অনেক ছোট অবকাঠামো নির্মাণে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে। তখন তাদের বাজেট নিয়ে কোনো প্রশ্ন ছিল না। এখন যখন জুলাই নিয়ে কিছু কাজ হচ্ছে, তখনই সমালোচনা শুরু হয়েছে।”
তিনি আরও বলেন,
“তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাজেট নিয়ে আলোচনা করছেন। উদ্দেশ্য হলো—জুলাই নিয়ে যেন শহরে কোনো কাজ না হয়, সেই চাপ সৃষ্টি করা। কিন্তু আমরা প্রজন্ম থেকে প্রজন্মে জুলাইয়ের প্রেরণা ছড়িয়ে দিতে কাজ করে যাব।”
উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন,
“শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।”