“জুবিনের ডেথ সার্টিফিকেটে জানানো হয়েছে মৃত্যুর কারণ”

আসামে শোকের ছায়া নেমে এসেছে। গোটা দেশের বিনোদনদুনিয়া শোকে স্তব্ধ। এর মধ্যেই জানা গেছে শিল্পীর মৃত্যুর কারণ। ডেথ সার্টিফিকেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তার মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিঙ্গাপুর হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘জলে ডুবে মৃত্যু’ লেখা হয়েছে। এরপর তিনি বলেন, ‘এটা তো ময়নাতদন্তের রিপোর্ট নয়। দুটো আলাদা জিনিস। আমরা সব নথি সিআইডির হাতে তুলে দেব। আসামের মুখ্যসচিব ইতোমধ্যেই সিঙ্গাপুরের সরকারি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে ময়নাতদন্তের রিপোর্ট দ্রুত পাওয়া যায়।’

আসাম সরকার আপাতত ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় রয়েছে। মুখ্যমন্ত্রী মৃত্যুর তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

রবিবার সকালে কফিনে করে দেশে আনা হয় জুবিন গার্গকে। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির রাস্তা বন্ধ করে দেন। চোখের জলে তারা বিদায় জানান তাদের প্রিয় শিল্পীকে।

Check Also

প্রশাসনের আশ্বাসে হেফাজতের অবরোধ প্রত্যাহার

৮ অক্টোবর ২০২৫ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলমান অবরোধ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।