নিজস্ব প্রতিবেদক :
২০১৬ সালে ঢাকার কল্যাণপুরের ‘জাহাজ বিল্ডিং’-এ জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় এ অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি এ কে এম শহিদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, এসবি প্রধান মনিরুল ইসলামসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুর এলাকায় ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে ৯ জন তরুণকে আটকে রাখা হয়। পরবর্তীতে সোয়াট ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সেখানে অভিযান চালিয়ে তাদের গুলি করে হত্যা করে। পরে ঘটনাটিকে ‘জঙ্গি আস্তানায় অভিযান’ হিসেবে প্রচার করা হয়।
অভিযোগে আরও বলা হয়, নিহত ৯ তরুণকে এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের কেউ কেউ দুই থেকে তিন মাস ধরে ডিবি হেফাজতে ছিলেন। পরে তাদের রাতের বেলায় জাহাজবাড়িতে জড়ো করা হয় এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য দেশে ভয়ের সংস্কৃতি তৈরি করতেই এই ‘জঙ্গি নাটক’ সাজানো হয়েছিল। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, সে সময় জঙ্গি নাটক একটি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। ইসলামিক ভাবধারার মানুষদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে হত্যা করে দেশে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়।
এ বিষয়ে ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করবেন বলে জানা গেছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে