নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তারিখ: ১৪ অক্টোবর ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিতব্য সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সের পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবরের ডিগ্রি পাস কোর্সের গণিত (বিষয় কোড: ১৩৩৭০৩) এবং উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক (বিষয় কোড: ১৩৪৫০২) পরীক্ষাগুলো ২৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া প্রফেশনাল কোর্সের স্থগিতকৃত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে সব পরীক্ষার্থীদেরকে পরীক্ষার বিষয়ে সর্বশেষ তথ্যের জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার আহ্বান জানিয়েছে। অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্য অনুসরণ না করার অনুরোধ করা হয়েছে।