ছোটখাটো দূরত্ব ভুলে নির্বাচন অর্থবহ করতে সব দলকে অংশগ্রহণের আহ্বান মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক | প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করে তুলতে সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ছোটখাটো মতপার্থক্য বা দূরত্ব ভুলে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সংসদ ভবনের সামনে সম্প্রতি যা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। সব রাজনৈতিক দলের উচিত হবে গণতন্ত্র রক্ষায় দায়িত্বশীল আচরণ করা এবং গণপরিষদমুখী কর্মসূচি গ্রহণ করা।”

তিনি আরও বলেন, “ঐতিহাসিক ‘জুলাই সনদ’-এ বেশিরভাগ রাজনৈতিক দলের স্বাক্ষর একটি ইতিবাচক রাজনৈতিক অগ্রগতি। এটি রাজনীতিকে স্বচ্ছ করবে এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, সামনে যে নির্বাচন আসছে তা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাঁক। “এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে— দেশ কি উদার গণতান্ত্রিক পথে এগোবে, নাকি কর্তৃত্ববাদী শাসনের দিকে যাবে,” বলেন ফখরুল।

তিনি সব রাজনৈতিক দলকে আহ্বান জানান, তারা যেন নিজেদের মধ্যে বিদ্যমান মতবিরোধ ভুলে গিয়ে দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করে।

Check Also

জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর না করলেও এনসিপি রাজনীতি …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।