চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের সহায়তার অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:
মিজানুর রহমান (চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ),
শফিকুল ইসলাম (রাজশাহী মহানগর),
তারাজুল ইসলাম (রংপুরের মিঠাপুকুর), এবং
তাদের সহায়ক মো. শাহিন (বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে)।
বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শূন্যরেখা থেকে ২০০ গজ ভেতরে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজন জানিয়েছেন, শাহিনের সহায়তায় তারা ভারতের চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের জন্য যাওয়ার পরিকল্পনা করছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, চারজনকেই থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে