📍 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
🕒 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সার্ভিসিংয়ের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় একজন শ্রমিক সোজা সাততলার ছাদ থেকে নিচে পড়ে যান।
🛠️ ঘটনাস্থল:
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতালের সাততলার ছাদে কেন্দ্রীয় এসি ইউনিটে এ দুর্ঘটনা ঘটে।
👷 আহতরা:
মো. তানভীর – বিস্ফোরণের ধাক্কায় ছাদ থেকে নিচে পড়ে যান। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি।
মো. শওকত
মো. মিশকাত – দুজনই দগ্ধ হয়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
তিনজনই গণপূর্ত বিভাগের ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে এসি টেকনিশিয়ান হিসেবে কাজ করছিলেন।
💥 বিস্ফোরণ ও পরবর্তী ধাক্কা:
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান,
“সাততলার এসি কম্প্রেশর বিস্ফোরণের সময় তিনজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় তানভীর নিচে পড়ে যান। বিস্ফোরিত যন্ত্রাংশ ছড়িয়ে পড়ে পাশের বারান্দায়।”
এ ঘটনায় হাসপাতালের নিচে থাকা প্রসূতি ওয়ার্ডের ছাদেরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভাগ্যক্রমে কোনো রোগী আহত হননি।
🏥 চিকিৎসা ও অবস্থা:
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন,
“আহতদের আমরা জরুরি চিকিৎসা দিচ্ছি। তিনজনের অবস্থাই গুরুতর। প্রয়োজন হলে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।”
📌 তদন্ত দাবি:
প্রত্যক্ষদর্শীরা জানান, সার্ভিসিংয়ের সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছিল না। তাই এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। এ ঘটনার পেছনে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে আলোচনা চলছে।