গোপালগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি, আ.লীগের নাশকতা ঠেকানোর লক্ষ্য

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা রোধ করতে জেলা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে বিজয়পাশা, মান্দারতলা, গোপীনাথপুর ও কাশিয়ানীর গোপালপুর এলাকায় বিএনপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি দেখতে পাওয়া গেছে।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, “আওয়ামী লীগের ডাকা কর্মসূচি যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না করতে পারে, সেই লক্ষ্যেই জেলার বিভিন্ন স্থানে আমাদের অবস্থান। আমাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এতে অংশগ্রহণ করেছে। আশা করি, সব ধরনের নাশকতা রোধ করতে পারব।”

প্রশাসনও জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং চেকপোস্ট স্থাপন করেছে।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।