বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম ও খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) গুম-খুনের শিকার পরিবারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “বিএনপি নেতাকর্মীরা কখনো গুপ্ত পরিচয় ধারণ করেননি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এবং স্বজনহারা মানুষের পাশে থাকা আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না। জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় এলে শহীদদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে।”
সভায় সারা দেশ থেকে আসা গুম ও খুনের শিকার পরিবাররা উপস্থিত ছিলেন এবং সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে