🗓️ প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, সোমবার | সময়: ১:২২ PM
📍 গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় অবস্থিত জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড (ইউনিট-২)-এর শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে কারখানার ভেতরেই এই কর্মসূচি শুরু করেন তারা। দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন বলে অভিযোগ শ্রমিকদের।
❖ তিন মাসের বেতন বকেয়া, আশ্বাসেই আটকে কর্তৃপক্ষ
শ্রমিকদের দাবি, গত তিন মাস ধরে বেতন পাননি তাঁরা। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষ “দিচ্ছি”, “দিবো” বলে সময়ক্ষেপণ করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন,
“মাঝেমধ্যে সামান্য কিছু টাকা দেয়, তাও নিয়মিত না। ঘরভাড়া, বাজার—কোনোটাই ঠিকভাবে চালাতে পারছি না। পরিবার চালানো কষ্টকর হয়ে পড়েছে।”
কারখানার এক কর্মকর্তা রাজু আহাম্মেদ জানান, বর্তমানে কারখানায় প্রায় তিন শতাধিক শ্রমিক ও স্টাফ কাজ করছেন। এর মধ্যে স্টাফদের বেতন বাকি আট মাসের, আর শ্রমিকদের বাকি রয়েছে তিন মাসের বেতন।
❖ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
বকেয়া প্রসঙ্গে জানতে জেনারেল ফার্মাসিউটিক্যালের মহাব্যবস্থাপক তৌহিদুল ইসলাম এবং উৎপাদন কর্মকর্তা কৌশিক আরেফিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
❖ পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কারখানার সামগ্রিক পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন,
“শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এখন পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে। আমরা চাই বিষয়টি দ্রুত সমাধান হোক।”